গুগল অ্যাপস্‌ ব্যাবহারকারীদের জন্য গুগল প্লাস

সার্চ ইঞ্জিন জয়ান্ট গুগলের নতুন সামাজিক নেটওয়ার্কের সাইট গুগল প্লাস এতোদিন শুধুমাত্র জিমেইল ব্যাবহারকারীদের জন্য উম্মুক্ত ছিলো। গুগল অ্যাপস্‌ ব্যাবহারকারীরা গুগল প্লাসে যোগ দিতে পারতো না। এবার গুগল অ্যাপস ব্যাবহাকারীরাও গুগল প্লাসে যোগ দিতে পারবে। এজন্য অবশ্য গুগল অ্যাপস্‌ নিয়ন্ত্রকের গুগল প্লাস সার্ভিসটির অনুমোদন দিয়ে রাখতে হবে।
গুগল অ্যাপস ব্যাবহারকারীদের অনুমোদন দিতে গুগল অ্যাপসে লগইন করে Organization & users ট্যাবে ক্লিক করে ডানের Services ট্যাবে ক্লিক করুন।



এখন সার্ভিসগুলো মধ্য হতে Google+ খুঁজে এর ডানে On বাটনে ক্লিক করুন। এবার পপআপ উইন্ডো হতে Turn Google+ On লিংকে ক্লিক করুন এবং সেভ বাটনে ক্লিক করে সেভ করুন।

এবার উক্ত অ্যাপস্‌ ব্যাবহারকারীরা গুগল+ এ যোগ দিতে পারবে। এজন্য অ্যাপসের ইমেইলে লগইন করে www.google.com/+ ঠিকানাতে গিয়ে ফরম পূরণ করে Join বাটনে ক্লিক করলেই হবে।
এর ফলে গুগল অ্যাপস্‌ ব্যাবহারকারীরা গুগল প্রোফাইল, গুগল +১ সহ বেশ কিছু সুবিধা পাবে।

One Comment on "গুগল অ্যাপস্‌ ব্যাবহারকারীদের জন্য গুগল প্লাস"

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস