টুইটারে স্ট্যাটাসের সাথে পছন্দের সিম্বোল

জনপ্রিয় মাইক্রো ব্লগিং টুইটারের স্ট্যাটাস করা যায় ১৪০ ক্যারেক্টার পর্যন্ত। স্বাভাবিকভাবে টুইটের সাথে কোন সিম্বোল লেখা যায় না। কিন্তু সিম্বোলোস টুইটার ওয়েবসাইটের মাধ্যমে টুইটের সাথে সিম্বোল আপডেট করা যায়।
এজন্য www.simbolostwitter.com সাইটে গিয়ে উপরের ডানে Connect with twitter বাটনে ক্লিক করে টুইটারে লগইন করে Connect বাটনে ক্লিক করুন তাহলে উপরের ডানে আপনার টুইটার অ্যাকাউন্ট লগইন অবস্থায় দেখা যাবে।
এবার Beautify your Tweets: এ আপনার স্ট্যাটাস লিখুন এবং পছন্দমত সিম্বোলে ক্লিক করে যুক্ত করুন এবং Send বাটনে ক্লিক করুন, তাহলে স্ট্যাটাসটি আপনার টুইটারে আপডেট হবে।
তবে একই স্ট্যাটাসে অধিক মাত্রায় সিম্বোল দিলে তা স্প্যাম হিসাবে গণ্য হবে।

২ Comments on "টুইটারে স্ট্যাটাসের সাথে পছন্দের সিম্বোল"

Leave a Reply to rezowanCancel reply

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস