Site icon সমকাল দর্পণ

গুগল নিয়ে এলো সামাজিক সাইট ‘গুগল প্লাস’

বর্তমানে সবচেয়ে জনপ্রিয় সামাজি সাইট হচ্ছে ফেসবুক। গুগলের সামাজিক সাইট অরকুট বা গুগল বাজ খুব বেশী জনপ্রিয়তা না পেয়ে নতুন সামাজিক সাইট নিয়ে আসলো। গুগল প্লাস (গুগল+) নামের এই সামাজিক সাইট অবশ্য ইতিমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। এখন দেখার বিষয় ফেসবুকের সাথে টেক্কা দিতে পারে কি না!
গুগল+ এর ঠিকানা হচ্ছে https://plus.google.com। অকেটাই ফেসবুকের আদলে গুগল প্লাস। এখানে ফেসবুকের মত সার্কেল তৈরী করা যাবে আর ছবি এবং ভিডিও আপলোড করা যাবে। এতে রয়েছে ফটো ট্যাব, ভিডিও ট্যাব, +১ ট্যাব, বাজ ট্যাব। আর গুগল প্রোফাইলের তথ্যই অ্যাবাউটে প্রদর্শিত হবে। গুগল প্লাসে আসা মন্তব্য সরাসরি মেইলে চলে আসবে। এছাড়াও রয়েছে অনেক ফিচার।

Exit mobile version