Site icon সমকাল দর্পণ

ফ্লাশ হিসাবে ফেড তৈরী করুন

এখনকার বেশীর ভাগ ওয়েব সাইটেই আরএসএস ফেড বা এটম ফেডের ব্যবস্থা রয়েছে। বিশেষ করে ব্লগ জনপ্রিয় হবার পরে ফেডের ব্যবহারও বেড়েছে। ফেডের সুবিধা হচ্ছে ওয়েব সাইটে খোঁজাখুজি না করেই সর্বশেষ তথ্য পাওয়া যায়। আপনি চাইলে জনপ্রিয় যেকোন সাইটের ফেড আপনার ব্যাক্তিগত ওয়েব সাইটেও যুক্ত করতে পারেন। আপনার নিজস্ব ফেড রিডার না থাকলে আপনি বিভিন্ন ফেড রিডারের সাহায্য নিতে পারেন (গুগল রিডার, ফেড বার্নার ইত্যাদি)। এমনই এক ফেড রিডার হচ্ছে ফেড ফ্লাশ। এই ফেড ফ্লাশের সাহায্যে ফেডকে ফ্লাশ রূপে আপনার সাইটে যুক্ত করতে পারেন। ফেড ফ্লাশ আপনার সাইটে ফেড যুক্ত করার জন্য এইচটিএমএল সংকেত দেবে, যা আপনার সাইটে যুক্ত করলেই হবে, তাহলে ফেডের মতই যাবতীয় তথ্য দেখা যাবে। এজন্য প্রথমে www.feedflash.net সাইটে যান, এবার প্রথম টেক্সট বক্সে ব্লগ ঠিকানা (যেমন, http://mehdiakam.wordpess.com) লিখুন (আপনি চাইলে ফেড আছে এমন অন্য ওয়েব সাইটের ঠিকানা লিখতে পারেন) এবং Flash it! বাটনে ক্লিক করুন তাহলে নিচে উক্ত ব্লগ সাইটের তথ্য প্রিভিউ দেখা যাবে। এখানে আপনি চাইলে ফেডের নাম, রঙ, উচ্চতা ইত্যাদি ইচ্ছামত পরিবর্তন করতে পারেন। পরিবর্তন করলে Update! বাটনে ক্লিক করুন। এখন নিচে HTML code to copy and paste into your Web page অংশের প্রাপ্ত এইচটিএমএল সংকেত কপি করে আপনার ওয়েব সাইটে যোগ করলে উক্ত ব্লগে পোষ্ট করা সর্বশেষ তথ্য ফ্লাশ হিসাবে দেখাবে।

Exit mobile version