ওয়ার্ডপ্রেসের ব্লগে ছবি সাজান ‘ফেন্সি গ্যালারী’ দ্বারা

ওয়ার্ডপ্রেস দ্বারা ব্লগ সাইট বানিয়েছে তাদের বিভিন্ন প্রয়োজনে ব্লগে ছবি পোষ্ট করতে হয়। এক বা একাধিক, ছোট বা বড় ছবিগুলো যদি jQuery দ্বারা প্রকাশ করা যেত তাহলে কেমন হতো! ব্লগের ছবিগুলো আরো আকর্ষণীয় করে প্রকাশ করতে পারেন। ছবির গ্যালারী প্রকাশের দারুন একটি প্লাগইন হচ্ছে ‘ফেন্সি গ্যালারী’।
প্লাগইনটি http://wordpress.org/extend/plugins/fancy-gallery/ থেকে ডাউনলোড করা যাবে। সম্প্রতি প্লাগইনটিতে বাংলা ভাষা যুক্ত করা হয়েছে। ফলে ওয়ার্ডপ্রেসে বাংলা ভাষা যুক্ত করা থাকলে ফেন্সি গ্যালারীর সেটিংস বাংলাতে দেখা যাবে।
প্লাগইনটি ইনস্টল করে এ্যাডমিন প্যানেল থেকে Settings>Fancy Gallery এ ক্লিক করে ইচ্ছামত পরিবর্তন করে নিতে পারেন। আর উদাহরণ দেখতে পারবেন www.fancybox.net সাইট থেকে।
এবার যে পোষ্টে ছবি যুক্ত চান সেই পোষ্টে Upload/Insert এর Add an Image বাটনে ক্লিক করে ছবি আপলোড করে (বা অনলাইনের ছবি এনে) Save All Change বাটনে ক্লিক করুন। এখন Gallery Settings এ প্রয়োজনীয় পরিবর্তন করে Insert Gallery বাটনে ক্লিক করুন তাহলে পোষ্টে শর্টকোড আসবে। এখন পোষ্টটি প্রকাশ করে দেখুন আপনার ছবি গ্যালারীটা কেমন হলো।

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস