Site icon সমকাল দর্পণ

ফটোশপে জামার রঙ পরিবর্তন

ফটোশপে এধরনের কাজ করতে হলে Magic Tool, Lasso Tool, Polygonal Tool, ও Megnetic Tool -এর উপর বেশ দক্ষ থাকতে হবে। অর্থাৎ নিখুঁত ভাবে কোন বস্তুকে নির্বাচন করতে পারতে হবে। এখন প্রথমে সম্পূর্ন শার্টটি নির্বাচন করুন। এজন্য Zoom Tool নির্বাচন করে ছবির উপরে ক্লিক করে ছবিটা একটু বড় করে নিন। উপরোক্ত টুলের সাহায্যে কাজ করার সময় একটু বেশী নির্বাচন হলে চেপে বেশী অংশটুক নির্বাচন করুন।

শার্টটির সম্পূর্ন নির্বাচন করার উপরে ছবির রঙ পরিবর্তত করার মান নির্ভর করবে। এবার Image>Adjustments>Hue/Saturation নির্বাচন করলে Hue/Saturation ডায়ালগ বক্স আসবে।

এবার Colorizeঅপশন বাটন চেক করুন এবং Hue, Saturation ও এবং Lightness এর মান পরিবর্তন করে দেখুন শার্টের রং পরিবর্তন হচ্ছে। এভাবে আপনি যে কোন নির্দিষ্ট বস্তুর রং পরিবর্তন করতে পারবেন। এজন্য দরকার সিলেক্শনের দক্ষতা। একই পদ্ধতিতে সাদা কালো ছবিকে রঙিন ছবিতে রুপান্তর করা সম্ভব।

Exit mobile version