Site icon সমকাল দর্পণ

১৪০ অক্ষরের বেশী স্ট্যাটাস টুইটারে আপডেট করা

জনপ্রিয় মাইক্রো ব্লগিং টুইটারে অনেক সময় ১৪০ অক্ষরের বেশী স্ট্যাটাস বা টুইটু আপডেট করার প্রয়োজন হয়, কিন্তু টুইটারে ১৪০ অক্ষরের বেশী টুইট করা যায় না। তৃতীয়পক্ষের অনেক ওয়েবসাইটই ১৪০ অক্ষরের বেশী টুইট শর্ট লিংকের মাধ্যমে সংক্ষিপ্ত করে লিংকসহ আপডেট করার সুবিধা দেয় কিন্তু বাকি অংশটুক পড়তে টুইটের শেষের লিংকে ক্লিক করে উক্ত সাইটে যেতে হয়। তবে টোলটুইট মোট অক্ষরগুলোকে ১৪০ অক্ষরের কমে ভাগ করে একাধিক টুইট হিসাবে আপডেট করে। যেমন ৬৩৮ অক্ষরের টুইটকে ৫টি টুইট হিসাবে আপডেট করবে এবং টুইটগুলোর শেষে টুইট নম্বর (৫/৫, ৪/৫, ৩/৫, ২/৫, ১/৫) থাকবে।
এজন্য www.talltweets.com সাইটে প্রবেশ করে Sign In with Twitter বাটনে ক্লিক করে টুইটারের মাধ্যমে লগইন (অথোরাইজিং) করুন। এবার ইচ্ছামত যত বড় খুশি অক্ষরের স্ট্যাটাস টুইটারে আপডেট করুন।

Exit mobile version