Site icon সমকাল দর্পণ

বিশ্বে ওয়েব সাইটের সংখ্যা ১৫ কোটি

ইন্টারনেটে আমরা প্রতিনিয়তই বিভিন্ন ওয়েব সাইট ব্রাউজ করে থাকি। কিন্তু আমরা কি জানি বর্তমানে কতগুলো ওয়েবসাইট আছে? নেটক্রাপ্টের অনুসন্ধানে দেখা গেছে ২০০৭ সাল শেষে মোট ওয়েব সাইটের সংখ্যা দাড়িয়েছে ১৫,৫২,৩০,০৫১ তে। এর মধ্যে শুধুমাত্র ২০০৭ সালে ওয়েব সাইটের সংখ্যা বেড়েছে ৫ কোটির মত আর ২০০৬ সালে ছিলো ৩ কোটি। এর মধ্যে ২০০৭ সালের ডিসেম্বরেই ৫৪ লক্ষ ওয়েবসাইট তৈরী হয়েছে। গত বছরে নিজস্ব ডোমেইনে ১.৯ কোটি ওয়েব সাইট তৈরী হয়। আর বাকিটার প্রায়ই ব্লগে। নেটক্রাপ্টের অনুসন্ধানে দেখা আরো দেখা গেছে ব্লগের জনপ্রিয়তার জন্যই সাইটের সংখ্যা এভাবে বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে মাইস্পেস, লাইভ স্পেস এবং ব্লগারের বর্তমান ব্যবহারকারী ২.৫ কোটির মত।

Exit mobile version