Site icon সমকাল দর্পণ

তৈরী করুন ক্যাসপারস্কি’র রেসকিউ ডিক্স

কম্পিউটারের ভাইরাস থেকে মুক্তি পেতে এন্টিভাইরাসের পাশাপাশি রেসকিউ ডিক্স বেশ কাজে দেয়। প্রায় সকল এন্টিভাইরাসেরই রেসকিউ ডিক্স পাওয়া যায়। জনপ্রিয় এন্টিভাইরাস ক্যাসপারস্কি’র রেসকিউ (আপডেটেড) ডিক্সের আইএসও ফাইল অনলাইনে পাওয়া যায়। ক্যাসপারস্কি’র রেসকিউ ডিক্সের আইএসও ফাইল http://rescuedisk.kaspersky-labs.com/rescuedisk/updatable থেকে ডাউনলোড করে সিডি/ডিভিডিতে রাইট করে ব্যবহার করতে পারবেন।
ক্যাসপারস্কি’র রেসকিউ ডিক্সের আইএসও ফাইলকে বুটেবল ইউএসবি বানাতে প্রয়োজন হবে অন্তত ১ গিগাবাইটের ইউএসবি ড্রাইভ এবং rescue2usb টুলস। উপরোক্ত লিংক থেকে rescue2usb টুলসটি ডাউনলোড করে নিন। এবার rescue2usb টুলসটি চালু করে Browse বাটনে ক্লিক করে রেসকিউ ডিক্সের আইএসও ফাইলটি নির্বাচন করুন। এরপরে USB Medium এর ড্রপডাউন থেকে ইউএসবি ডিক্সটি নির্বাচন করে START বাটনে ক্লিক করুন। তাহলে কিছুক্ষণের মধ্যে ইউএসবি ডিক্সটি বুটেবল রেসকিউ ডিক্স হিসাবে তৈরী হবে।

Exit mobile version