Site icon সমকাল দর্পণ

সহজেই রেপিডশেয়ার/হটফাইল থেকে ডাউনলোড করা

অনেকেই ফাইল হোস্টিং সাইট রেপিডশেয়ার, হটফাইল, ফাইলসার্ভ, আপলোডিং, মেগাআপলোড ইত্যাদি ব্যবহার করেন। কিন্তু ফ্রি ব্যবহারকারীরা একটি আইপি থেকে একই সময়ে একাধিক ফাইল একসাথে ডাউনলোড করতে পারেন না। আবার অনেক সময় ডাউনলোড করা যায় না। এছাড়াও রিজইম সমর্থন করে না ফলে বড় ফাইল ডাউনলোড করা বেশ কষ্টকর হয়ে যায়। তবে এসব সাইট থেকে অনায়াসে ফাইল নামানো যাবে লীচ সাইটের মাধ্যমে।
এজন্য www.6ybh-upload.com/free26426.html সাইটে গিয়ে ফ্রি রেজিস্ট্রেশন করে নিন। এবং মেইলে প্রাপ্ত এ্যাকটিভিশন লিংকে ক্লিক করে অ্যাকাউন্ট সক্রিয় করুন। এবার Upload Files এ ক্লিক করে Free URL leech রেডিও বাটন নির্বাচন করুন। এবার URL এ ফাইল হোস্টিং সাইটের (কোন কোন ফাইল হোস্টিং সাইট সমর্থন করে তা উপরে দেওয়া আছে) লিংক দিয়ে Upload বাটনে ক্লিক করুন, তাহলে কিছুক্ষণের মধ্যে উক্ত ফাইলটি এই সাইটে আপলোড হয়ে যাবে। আপলোড ১০০% শেষ হলে Filename: এর লিংকটির (পরবর্তিতে ডাউনলোড করতে চাইলে My Files এ ক্লিক করে) উপরে ক্লিক করুন। পরবর্তী পেজ থেকে Free Download বাটনে ক্লিক করার ৯০ সেকেন্ড পরে Create download link বাটনে ক্লিক করলে একটি সরাসরি লিংক তৈরী হবে যা রিজইম সমর্থন করে। এই লিংকে ক্লিক করে ডাউনলোড করুন। এটি ডাউনলোড ম্যানেজার সমর্থন করে। সরাসরি লিংকটি ৪৮ ঘন্টা পর্যন্ত চালু থাকে, তবে চাইলে পরবর্তীতে My Files এ গিয়ে সরাসরি লিংক তৈরী করা যাবে।

Exit mobile version