Site icon সমকাল দর্পণ

অনলাইনে প্রায় অর্ধশত এন্টিভাইরাস দ্বারা ফাইল স্ক্যান করা

ফাইলের ভাইরাস বা ম্যালওয়্যার স্ক্যান করার বেশ কিছু ওয়েবসাইট আছে। এর মধ্যে ভাইরাস টোটাল অন্যতম। ইতির্পূরে জ্যোত্তি ডট অর্গ নিয়ে আলোচনা করা হয়েছে। তবে ভাইরাস টোটাল সাইটের প্রায় অর্ধশত এন্টিভাইরাসগুলোর মধ্যে ক্যাসপারস্কি, এভিরা, বিট ডিফেন্ডার, ই-সেফ, মাইক্রোসফট, ম্যাকাফি, সিমেনটিক, পিসি টুলস, এভিজি, পান্ডা, এভাস্ট, কমোডো, ড. ওয়েব অন্যতম। সাইটটিতে সরাসরি ফাইল আপলোড করে স্ক্যান করা যাবে। এছাড়াও ভাইরাসটোটাল আপলোডার দ্বারা এক ক্লিকে ফাইল আপলোড করে স্ক্যান করার ব্যবস্থা আছে। ওয়েবসাইটির ঠিকানা হচ্ছে www.virustotal.com, আর www.virustotal.com/advanced.html থেকে আপলোডার ডাউনলোড করা যাবে যা সেন্টটুতেও ব্যবহার করা যাবে। তবে এই সাইটে ২০ মেগাবাইট পর্যন্ত ফাইল স্ক্যান করা যাবে। এছাড়াও ভাইরাস টোটাল সাইটটিতে ইউআরএল স্ক্যান করার ব্যবস্থা আছে।

Exit mobile version