Site icon সমকাল দর্পণ

ঘুরে আসুন অ্যান্টারটিকা থেকে

ইন্টারনেটের যুগে পৃথিবী যেন হাতের মুঠোয়। চাইলেই নিমেষেই অনেক কিছুই পাওয়া যায়। আর গুগল যেন এসব কিছুকে আরো সহজতর করে দিয়েছে। গুগল ম্যাপস পৃথিবীকে এনে দিয়ে হাতের মুঠোই এবং পৃথিবীকে নতুন দৃষ্টিতে দেখতে সাহায্য করছে গুগল ম্যাপস এর স্ট্রিট ভিউ। স্ট্রিট ভিউ দ্বারা পথ-ঘাট, গাছ-পালা সহ সবুকিছুকেই যেন জীবন্ত পাওয়া যায়। সম্প্রতি গুগল ম্যাপস অ্যান্টারটিকাকে স্টিট ভিউ এর আওতায় এনেছে। ফলে অ্যান্টারটিকাতে ভাচুয়ালী ঘুরে বেড়ানো যাবে।
এজন্য http://maps.google.com এ গিয়ে Antarctica লিখে সার্চ দিন স্ট্রিট ভিউতে যান অথবা http://goo.gl/maps/pEL1 এ ক্লিক করে ঘুরে বেড়ান অ্যান্টারটিকার বরফের দেশে আর উপভোগ করুন পেঙ্গুইনদের জীবন জীবিকা।

Exit mobile version