Site icon সমকাল দর্পণ

এবার জিমেইলে থেকে ফোন কল করা যাবে

জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল সম্প্রতি জিমেইল থেকে সরাসরি ফোন বা মোবাইলে কল করার সুবিধা ঘোষণা করেছে। এতে ২০১০ সালে কানাডা এবং যুক্তরাষ্ট্রে বিনামূল্যে কল করা যাবে। আর অনান্য দেশে কথা বলা যাবে তুলনামূলক কম মূল্যে। এছাড়াও নতুন ব্যবহারকারী ফ্রি ক্রেডিট হিসাবে .১০ ডলার পাবে। অনান্য দেশে কল করার মূল্য তালিকা পাওয়া যাবে www.google.com/voice/rates এখানে।
জিমেইল থেকে কল করতে জিমেইলে চ্যাট সক্রিয় করতে হবে এবং www.google.com/chat/voice/ থেকে ভয়েস এবং ভিডিও চ্যাট করার প্লাগইনটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে। ফলে চ্যাটিং এ Call phone নামে একটি অপশন আসবে। এতে ক্লিক করলে ডানে কীপ্যাড আসবে যাতে নম্বর লিখে কল করা যাবে (শুরুতে + দিয়ে)। বিস্তারিত আরো জানা যাবে গুগল ভয়েস ব্লগ http://googlevoiceblog.blogspot.com থেকে।

Exit mobile version