Site icon সমকাল দর্পণ

সহজেই ইউএসবি ডিক্স ফরম্যাট করা

বিভিন্ন কারণে ইউএসবি ডিক্স (ফ্লাশ ডিক্স) ফরম্যাট করার প্রয়োজন পরে। কিন্তু অনেক সময় ভাইরাস বা অন্য কারনে ইউএসবি ডিক্স ফরম্যাট হয় না। এমনকি উইন্ডোজের ডিক্স ম্যানেজমেন্ট বা ডস থেকেও ফরম্যাট করা যায় না। ফলে বেশ ঝামেলাই পরতে হয়। তবে হাতের কাছে যদি ‘এইচপি ইউএসবি ডিক্স স্টোরেজ ফরম্যাট টুল’ থাকে তাহলে ইউএসবি ডিক্স ফরম্যাট করা সহজ হয়ে যায়। এই টুল দ্বারা ইউএসবি ডিক্সকে ডস স্টার্টআপ ডিক্সও বানানো যাবে। সফটওয়্যারটি http://freeandfreeware.blogspot.com থেকে ডাউনলোড করা যাবে।

Exit mobile version