Site icon সমকাল দর্পণ

হালখাতা

তোমার হলো শুরু আর আমার হলো সারা
কবি গুরুতো বলে গেছেন এটা নতুনের ধারা।
কমলো আয়ু, বাড়লো বয়স, হারিয়ে গেল বছর
তবু মোদের ভ্রুক্ষেপ নেই নতুনকে চাই সাদর।
শেষের থেকেই শুরু হবে, নতুন আশার আলো
নতুন বছরে সকল সময় পুরাতন থেকে ভালো।
তবুও রিক্ত সিক্ত রছরটাকে এসো দেখি ফিরে।
কত কিছুই না ঘটল হেথা, মনে কি আর পড়ে!
মোরা কি করেছি এবছরে, কি করবো আগামীতে
সবকিছুরই রাখবো হিসাব শুভ এই হালখাতাতে।

ঢাকা, ১৭ পৌষ ১৪১৪, ৩১-১২-০৭

Exit mobile version