Site icon সমকাল দর্পণ

বসে আছি তোমা তরে

ভুলে গেলে আমায় তুমি
করে এ হৃদয় হরন,
তবুও নিঠুর তোমা আশায়
চঞ্চলা এ মন।
চোখের আড়াল রেখে আমাই
করলে মনের আড়াল,
আমায় ছেড়ে তাই দুরে গেলে
পাইনা তোমা নাগাল।
হইতো তুমি মোরে ভুলেই গেছ
কে আমি তোমার!
নতুন দেশে গিয়ে গড়লে তুমি
নতুন সংসার।
দোষ দেবনা তোমাই কভু
হইতো দায়ী আমি,
জানিনা কি ভুল ছিলো মোর
জানেন অন্তর্যামী।
রইবো তবুও তোমা আশায়
সারা জীবন ভরে,
যদি তুমি আসো ফিরে
মম ভুজান্তরে॥

(১৪ বৈশাখ ১৪১২), মিরপুর ঢাকা

Exit mobile version