বসে আছি তোমা তরে

ভুলে গেলে আমায় তুমি
করে এ হৃদয় হরন,
তবুও নিঠুর তোমা আশায়
চঞ্চলা এ মন।
চোখের আড়াল রেখে আমাই
করলে মনের আড়াল,
আমায় ছেড়ে তাই দুরে গেলে
পাইনা তোমা নাগাল।
হইতো তুমি মোরে ভুলেই গেছ
কে আমি তোমার!
নতুন দেশে গিয়ে গড়লে তুমি
নতুন সংসার।
দোষ দেবনা তোমাই কভু
হইতো দায়ী আমি,
জানিনা কি ভুল ছিলো মোর
জানেন অন্তর্যামী।
রইবো তবুও তোমা আশায়
সারা জীবন ভরে,
যদি তুমি আসো ফিরে
মম ভুজান্তরে॥

(১৪ বৈশাখ ১৪১২), মিরপুর ঢাকা

One Comment on "বসে আছি তোমা তরে"

  1. কবিতা আমার মনে কাছে অনেক ভাল লাগলো কথা গুলো সুন্দর লাগলো এমন কবিতা দেখে যায় না আপনাকে ধন্যবাদ

Leave a Reply to RubelCancel reply

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস