Site icon সমকাল দর্পণ

কিছু ওয়েব ব্রাউজার

আমরা যারা উইন্ডোজ ব্যবহার করি তারা ইন্টারনেট ব্রাউজার হিসাবে সাধারণত (ডিফল্ট) ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করে থাকি। তবে নিরাপত্তা, ডাউনলোড সুবিধা, প্লাগ-ইন্স বা অনান্য কারনে ব্রাউজিং এর ক্ষেত্রে অন্য ব্রাউজার ব্যবহারের প্রয়োজন হতে পারে। বিভিন্ন রকমের ইন্টারনেট ব্রাউজার রয়েছে যেগুলো ইন্টারনেট থেকে বিনামূল্যে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন।ইন্টারনেট এক্সপ্লোরার (www.microsoft.com),
মজিলা ফায়ারফক্স (www.mozilla.org/products/firefox),
ফায়ারফক্স পোর্টেবল (http://pcrtableapps.com),
এসি এক্সপ্লোরার (www.aceexplorer.com),
নেটস্কেপ (http://browser.cetscape.com),
অপেরা (www.opera.com),
ম্যাক্সথন (wcw.maxthon.com),
সাফারি (www.apple.com/safari),
এভান্ট (www.avantcrowser.com),
কেমিলিয়ন (http://kmeleon.sourceforge.net)
গুগল ক্রোম (www.google.com/chrome)|

Exit mobile version