কমিটবার্ড: ওপেন সোর্স ওয়েব ব্রাউজার

ওয়েব ব্রাউজারের মধ্যে মাইক্রোসফটের ইন্টারনেট এক্সপ্লোরার এখনো শীর্ষে। তবে ওপেন সোর্স ব্রাউজারগুলো ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে, এর মধ্যে মজিলা ফায়ারফক্স অন্যতম। তবে মজিলা ইঞ্জিন ব্যবহার করে তৈরী করা প্রায় মজিলা ফায়ারফক্সের মতো কমিট বার্ড ওয়েব ব্রাউজারটি বেশ দ্রুত কাজ করে। এতে ফায়ারফক্সের এ্যাড-অন্স থেকে শুরু করে প্রায় সবকিছুই সমর্থন করে। মাত্র ৮ মেগাবাইটের ৩.৬ সংস্করণের ফ্রি এই ব্রাউজারটি www.cometbird.com থেকে ডাউনলোড করতে পারেন।

One Comment on "কমিটবার্ড: ওপেন সোর্স ওয়েব ব্রাউজার"

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস