তথ্য প্রযুক্তি বিষয়ক ব্লগসাইট আইটিবার্তা

ইন্টারনেটে বাংলা ব্যবহার এবং বাংলা ওয়েবসাইটের সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে। বাংলাতে তথ্য প্রযুক্তি বিষয়ক সাইটও কম নয়। তারই ধারাবাহিকতায় তথ্য প্রযুক্তির বিষয়ক আরো একটি বাংলা ব্লগ সাইট চালু হলো। আইটিবার্তা (www.itbarta.com) নামের এই সাইটি তথ্য প্রযুক্তির উম্মুক্ত প্লাটফর্ম। সাইটটিতে যে কেউ রেজিস্ট্রেশন করে তথ্যপ্রযুক্তি বিয়য়ের উপরে লিখতে পারবে। তবে সম্পাদকদের নিয়মিত তত্বাবধানে থাকবে সকল পোস্ট এবং পাঠক মন্তব্য।

One Comment on "তথ্য প্রযুক্তি বিষয়ক ব্লগসাইট আইটিবার্তা"

Leave a Reply to সেলিস রাজCancel reply

×
কপিরাইট © ২০০৬-২০২৩ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস