ইন্টারনেটে বাংলা ব্যবহার এবং বাংলা ওয়েবসাইটের সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে। বাংলাতে তথ্য প্রযুক্তি বিষয়ক সাইটও কম নয়। তারই ধারাবাহিকতায় তথ্য প্রযুক্তির বিষয়ক আরো একটি বাংলা ব্লগ সাইট চালু হলো। আইটিবার্তা (www.itbarta.com) নামের এই সাইটি তথ্য প্রযুক্তির উম্মুক্ত প্লাটফর্ম। সাইটটিতে যে কেউ রেজিস্ট্রেশন করে তথ্যপ্রযুক্তি বিয়য়ের উপরে লিখতে পারবে। তবে সম্পাদকদের নিয়মিত তত্বাবধানে থাকবে সকল পোস্ট এবং পাঠক মন্তব্য।
ধন্যবাদ শেয়ার করার জন্য।