সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ৩১শে মার্চ, ২০২৩ ইং | ১৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

বাংলা ভাষা যুক্ত হলো ‘কন্টাক্ট ফরম ৭’ এ

মেহেদী আকরাম | January 21, 2010, 11:56 AM

ব্যাক্তিগত ওয়েবসাইট বা ব্লগ তৈরীতে ওয়ার্ডপ্রেস খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। ওয়ার্ডপ্রেসের বিভিন্ন জনপ্রিয় প্লাগইনের মধ্যে কন্টাক্ট ফরম ৭ অন্যতম। এতে সমপ্রতি বাংলা ভাষা যুক্ত করা হয়েছে। কন্টাক্ট ফরম ৭ এর সুবিধা হচ্ছে এই ফরম পূরণ করে ওয়েবসাইটের ভিজিটররা সহজেই কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারেন।
কন্টাক্ট ফরম ৭ এর অফিসিয়াল ওয়েব সাইট হচ্ছে www.contactform7.com। আর প্লাগইনটি ওয়ার্ডপ্রেসের http://wordpress.org/extend/plugins/contact-form-7/ থেকে ডাউনলোড করে ইনস্টল করতে পারেন।
ওয়ার্ডপ্রেসের ভাষা বাংলা (wp-config.php ফাইলে define (‘WPLANG’, ‘bn_BD’);) থাকলে সয়ংক্রিয়ভাবে কন্টাক্ট ফরম ৭ এর বাংলা কাজ করবে। আর ভাষা নির্ধারণ না থাকলে কন্টাক্ট ফরম তৈরীর সময় ম্যানুয়ালী বাংলা ভাষা নির্বাচন করা যাবে।

৪টি মন্তব্য

  1. ধন্যবাদ মেহেদী ভাই। বিষয়টি শেয়ার করার জন্য। আমার ব্লগটা মূলত ইংলিশে। তাই এটার বাংলা সংস্করণটা দরকার হবে না।

    তবে শেয়ার করার জন্য ধন্যবাদ।

  2. মেহেদী ভাই ।ওয়বে ডিজাইন কর া একটা পোষ্ট দেন .অনেক দিনের শখ নিজে একটু সাজাবো ।

মন্তব্য করুন