কপি পেস্টের সর্বোচ্চ সুবিধা দেবে টেরা কপি

উইন্ডোজ অপারেটিং সিস্টেমে শতাধিক ফাইল বিশিষ্ট কোন ফোল্ডার কপি দেওয়া হয় এবং সেক্ষেত্রে অর্ধেক কপি হবার পরে কোন ফাইল পড়তে না পারলে কপি বন্ধ হয়ে যায়। কয়েক গিগাবাইট কপি দেবার পরে অর্ধেকমত কপি হবার পরে যদি প্রয়োজনে কপি সাময়িক সময়ের জন্য বন্ধ করার প্রয়োজন পরে তাহলে তা সম্ভব হয় না। অথবা হাজারো ফাইল কপি দেবার পরে কিছু ফাইল কপি করা থেকে বাদ দেওয়ারও ব্যবস্থা নেই। কিন্তু এসব সুবিধা যদি উইন্ডোজের কপি করার সময় পাওয়া যেত তাহলে কেমন হতো! এইসব সুবিধার পাশাপাশি কপির গতি, কোন ফাইল কপি হচ্ছে বা পরবর্তিতে কোন ফাইল কপি হবে ইত্যাদি বিভিন্ন সুবিধা দেবে টেরা কপি। টেরা কপি সফটওয়্যারটি www.filehippo.com/download_teracopy বা www.codesector.com/teracopy.php থেকে ডাউনলোড করে ইনস্টল করলেই হবে। এরপর থেকে কপি পেস্টের কাজ উইন্ডোজের ডিফল্ট কপিপেস্ট না করে টেরাকপি করবে।

৫ Comments on "কপি পেস্টের সর্বোচ্চ সুবিধা দেবে টেরা কপি"

  1. প্রো ভার্সনের জন্য নিচের সিরিয়াল ব্যবহার করতে পারেন।

    LVUWAwRAAAgJy/0PRf1zTIyY6tYeTpp32bpKDZ/fIBMnse+U+q3tC6XpCD/+3CQO
    oLLtHUrjgpheKVZe4dX/C83AcHysvt61NJG8h4MRzGnNGURI88oBZrqjyleiFVjE
    YHQprCsk6WfPbYwjJ0KSUQap8kfFoSF3Liq1WLN0N+k23lyE5e39estAK5MuNUTF
    mwnNXiahgsLo30sUlLemvdQ58s6PjmeoNnI+GHxop+MPVV77geLT/VWL9ZVEav6O
    CGwCz69BTgeBO+AcRpFFRDOSJvAR0MUYyN2/gDai0t+7Y7Ec0P7CsZPNubVpbVm1
    zvmBf3cZljogg/v0tcDlf84QEaYe1sDYh62snz+3gKdJLWPR6S5t71Ms8AwELmWu
    TvIlZ7EDtIZJ6+yEXacNDBAAAAA=

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস