Site icon সমকাল দর্পণ

গুগল ক্রোমে পাওয়া যাবে ইন্টারনেট এক্সপ্লোরারের সুবিধা

জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের ওয়েব ব্রাউজার গুগল ক্রোম ধীরে ধীরে সমৃদ্ধ হচ্ছে। কিন্তু মাইক্রোসফটের ইন্টারনেট এক্সপ্লোরার এখনো রয়েছে ধরা ছোয়ার বাইরে। এমন কিছু সুবিধা আছে যা ইন্টারনেট এক্সপ্লোরারে আছে কিন্তু গুগল ক্রোমে নেই। এই সুবিধাগুলো গুগল ক্রোমে পাওয়া যাবে IE Tab এক্সটেনশনের মাধ্যমে। এজন্য https://chrome.google.com/extensions/detail/hehijbfgiekmjfkfjpbkbammjbdenadd থেকে আইই ট্যাব এক্সটেনশনটি ইনস্টল করে নিতে হবে, তাহলে গো বাটনের ডানে ইন্টারনেট এক্সপ্লোরারের একটি বাটন আসবে। এবার যে সাইটটি ইন্টারনেট এক্সপ্লোরারের সুবিধা দিয়ে খুলতে চান সেই সাইটটি খুলে ইন্টারনেট এক্সপ্লোরারের বাটনে ক্লিক করলে নতুন ট্যাবে (আলাদা এড্রেসবারসহ) ইন্টারনেট এক্সপ্লোরারের সুবিধা নিয়ে সাইটটি খুলবে।

Exit mobile version