সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২০শে মার্চ, ২০২৩ ইং | ৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

একাউন্টিং প্রোফেশনাল ’০৮ এর ট্রায়াল সংস্করণ ছেড়েছে মাইক্রোসফট

admin | December 14, 2007, 12:12 AM

মাইক্রোসফট সমপ্রতি অফিস একাউন্টিং প্রোফেশনাল ২০০৮ এর ৬০ দিনের ট্রায়াল সংস্করণ ছেড়েছে। ছোট ব্যবসায়ীদের জন্য তৈরী এই একাউন্টিং এবং ফাইনান্সিয়াল ম্যানেজমেন্ট সফটওয়্যারটি মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েব সাইট থেকে ডাউনলোড করা যাবে। এই সফটওয়্যারে রয়েছে বুক কিপিং, বিল পেমেন্ট, একাউন্টিং রিপোর্ট, পেরোল, ইনভয়েস, এক্সপেন্সস ট্রাকিং ইত্যাদি। এছাড়াও ইন্টিগ্রেটেড কনভেনশোনালের মাধ্যমে অতিরিক্ত একাউন্টিং সুবিধা যোগ করা যাবে। এছাড়াও উইন্ডোজ বেস এই একাউন্টিং সফটওয়্যার একইসাথে ওয়েব-বেস সফটওয়্যার হিসাবেও কাজ করা যাবে এবং রয়েছে ‘সফটওয়্যার এস এ সার্ভিস’ (এসএএএস)। মাইক্রোসফটের দাবি নতুন এই সিস্টেমের ফলে একাউন্টিং ফার্মের যোগাযোগ অনেক উন্নতি হবে।

মন্তব্য করুন