Site icon সমকাল দর্পণ

অলসতা

যতই অলসতা নামাজের সময়
সময়ই যেন হয় না,
কত সময় আমার হয় অপচয়
নামাজের সময় পাইনা।
আমার হৃদয়ে কি নেই ভয়-
দোজখের ঐ আগুনে?
সেথায় যদি মোর ঠাই হয়
এ-ভয় কেন আসে না মনে!
সপ্তাহ অন্তে মসজিদে যায়
যেন আছে শত তাড়া
ফরজ শেষেই বেরিয়ে যায়
যেন আমি দিক্‌হারা।

খোদার কাছে এতটুক চাই
সময়মত যেন নামাজ পড়ি
বিপদে-আপদে যেথায় রই
নামাজ যেন কভু না ছাড়ি।

২৫ আষাঢ় ১৪১৬ / মিরপুর

Exit mobile version