যতই অলসতা নামাজের সময়
সময়ই যেন হয় না,
কত সময় আমার হয় অপচয়
নামাজের সময় পাইনা।
আমার হৃদয়ে কি নেই ভয়-
দোজখের ঐ আগুনে?
সেথায় যদি মোর ঠাই হয়
এ-ভয় কেন আসে না মনে!
সপ্তাহ অন্তে মসজিদে যায়
যেন আছে শত তাড়া
ফরজ শেষেই বেরিয়ে যায়
যেন আমি দিক্হারা।
খোদার কাছে এতটুক চাই
সময়মত যেন নামাজ পড়ি
বিপদে-আপদে যেথায় রই
নামাজ যেন কভু না ছাড়ি।
২৫ আষাঢ় ১৪১৬ / মিরপুর
শিক্ষামূলক একটি কবিতা। ধন্যবাদ মেহেদী ভাই।
মেহেদী ভাই আপনার কবিতাটা আমার মনে সাড়া দিয়েছে। আমি চেষ্টা করব নামাজ পড়ার জন্য। আপনি আমার জন্য আল্লার কাছে একটু দোয়া করবেন যেন তিনি আমাকে হিদায়ত করেন।
ইতি
লিটু আনাম
আমার জন্য একটু দোয়া করবেন।
মেহেদী ভাই আপনি কবিতাও দেখি খুবই ভাল লিখেন, কাজের অজুহাতে আমরা নামাজ হতে বিমুখ থাকি দোয়া করবেন যেন ৫ ওয়াক্ত নামাজ ঠিকই সময় বের করে আদায় করতে পারি্, শিক্ষামূলক কবিতার জন্য ধন্যবাদ।
আমাদের সকলের জন্য দোয়া করবেন মেহেদী ভাই….
খুবই সুন্দর কবিতা । এরকম কবিতা আরও চায়। ধন্যবাদ।