ফাইলজিলাতে একাধিক একাউন্ট লগইনের সুবিধা

জনপ্রিয় এফটিপি সলুশন ফাইলজিলা (Filezilla) সমপ্রতি নতুন সংস্করণ ৩.৩.০ ফাইলজিলা ক্লাইন্ট অবমুক্ত করেছে। নতুন এই সংস্করণে ওয়েব ব্রাউজারের মত ট্যাব সুবিধা রয়েছে। ফাইল মেনু থেকে ট্যাব বা Ctrl + T চেপে নতুন ট্যাব পাওয়া যাবে। ফলে একাধিক ট্যাবে একাধিক সার্ভারের সংযোগ স্থাপন করা যাবে। পূর্বের অনান্য সংস্করণে নতুন কোন সার্ভারের সংযোগ স্থাপন করতে হলে চলতি সংযোগ বিছিন্ন করতে হতো। মাত্র ৩.৯২ মেগাবাইটের ফ্রি, ওপেন সোর্স, ক্রসপ্লাটফর্ম (উইন্ডোজ, লিনাক্স, ম্যাক) এই সফটওয়্যারটি http://filezilla-project.org থেকে ডাউনলোড করা যাবে।

৩ Comments on "ফাইলজিলাতে একাধিক একাউন্ট লগইনের সুবিধা"

Leave a Reply to F.M. RubayetCancel reply

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস