Site icon সমকাল দর্পণ

সিডি‌ অটোপ্লে বন্ধ করা

সাধারণত কোন সিডি ড্রাইভে প্রবেশ করালে সিডি সয়ংক্রিয়ভাবে চালু হয়। আপনি চাইলে সিডির এই অটোপ্লে বন্ধ করতে পারেন।

পদ্ধতি ১: এজন্য স্টার্ট থেকে রানে গিয়ে gpedit.msc লিখে ওকে করুন, তাহলে গ্রুফ পলিসি এডিটর চালু হবে। এবার বাম দিকের প্যানেল থেকে Computer Configuration > Administrative Templates > System সিলেক্ট করুন এবং ডান দিকের প্যানেল থেকে Turn off Autoplay এর উপরে দুইবার ক্লিক করে Turn off Autoplay Properties খুলুন। এখন Enable অপশন বাটনে ক্লিক করুন এবং নিচের Turn off Autoplay On থেকে CD-ROM Drives সিলেক্ট করে Ok করুন। এখন থেকে সিডি ড্রাইভে সিডি প্রবেশ করালে আর অটোপ্লে হবে। কিন্তু মিউজিক সিডির ক্ষেত্রে অটোপ্লে বন্ধ হবে না।

পদ্ধতি ২: প্রথমে মাই কম্পিউটার খুলে সিডি ড্রাইভের উপরে মাউসের ডান বাটন ক্লিক করে Properties এ ক্লিক করুন। এবার AutoPlay ট্যাব থেকে Select an action to perform অপশন বাটন সিলেক্ট করে নিচের Take no Action সিলেক্ট করে Ok করুন।

Exit mobile version