Site icon সমকাল দর্পণ

সহজেই গুগল ম্যাপ ডাউনলোড করা

গুগলের সেবাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে গুগল ম্যাপ। সহজেই কোন স্থানের ম্যাপ খুঁজে পেতে এর বিকল্প নেই বললেই হলে। সাধারণত http://maps.google.com থেকে ম্যাপ পাওয়া যায় কিন্তু এই সাইটের ডাউনলোড করার সুযোগ নেই, ফলে ম্যাপ সেভ করার প্রয়োজন হলে স্ক্রিনশট নিতে হয়। নির্দিষ্ট স্থানের ম্যাপ যদি সহজেই ডাউনলোড করা যেত তাহলে ভালই হতো। গুগল ম্যাপ ডাউনলোড করার দারুন একটি সফটওয়্যার হচ্ছে গুগল ম্যাপ সেভার। ফ্রিওয়্যার, বহনযোগ্য এই সফটওয়্যার দ্বারা সহজেই বিভিন্ন রেজুলেশনে (৩২০x২৪০ পিক্সেল থেকে ৪০৯৬x৪০৯৬ পিক্সেল পর্যন্ত) png, jpeg, bmp এবং targa ফরম্যাটে ছবি সেভ করা যাবে। মাত্র ৩৬৬ কিলোবাইটের এই সফটওয়্যারটি উইন্ডোজের সকল সংস্করণেই চলবে। সফটওয়্যারটি পাওয়া যাবে www.codres.de/google-map-saver সাইটে।

Exit mobile version