ফায়ারফক্সে বুকমার্কের সাইট নতুন ট্যাবে খোলা

জনপ্রিয় ওয়েব ব্রাউজার মজিলা ফায়ারফক্সের বুকমার্কের সাইটগুলোতে ক্লিক করলে সাধারণত চলতি ট্যাবে খোলে। কিন্তু Open bookmarks in new tab এ্যাড-অন্সটি ইনস্টল করা থাকলে বুকমার্কের সাইটে ক্লিক করলে চলতি ট্যাবে না খুলে নতুন ট্যাবে খুলবে। এ্যাড-অন্সটি https://addons.mozilla.org/en-US/firefox/addon/13784 থেকে ইনস্টল করা যাবে।

One Comment on "ফায়ারফক্সে বুকমার্কের সাইট নতুন ট্যাবে খোলা"

  1. বুকমার্ক লিংকে Ctrl + click বা middle mouse click করলেই তো হয়। ব্যক্তিগতভাবে আমি যতসম্ভব কম অ্যাডঅন ব্যবহার করার পক্ষপাতি। তাতে ফায়ারফক্স লাইট থাকে।

Leave a Reply to মুশাফCancel reply

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস