Site icon সমকাল দর্পণ

ওয়াল প্লাগ থেকে ইউএসবি পাওয়ার পোর্ট

বর্তমানে অনেক ডিভাইস আছে যেগুলো ইউএসবি পোর্টের মাধ্যমে চার্জ দেওয়া যায়। এর মধ্যে রয়েছে আইপড, বিভিন্ন মডেলের মোবাইল, মিউজিক/এমপিথ্রি প্লেয়ার ইত্যাদি। মূলত চার্জে ক্ষেত্রে ইউএসবি পোর্ট থেকে ৫ ভোল্ট চার্জ নিয়ে থাকে এ ধরণের পোর্টেবল ডিভাইস। আর এধরণের পণ্য চার্জ দেওয়ার জন্য বি-প্লাগ নামে নতুন রঙিন পাওয়ার কনর্ভাটার বাজারে এসেছে সমপ্রতি। যার সাহায্যে কম্পিউটার ছাড়ায় সরাসরি এসি থেকে এধরণের ডিভাইসে চার্জ দেওয়া যাবে।

Exit mobile version