Site icon সমকাল দর্পণ

ইয়াহু! মেইল থেকে পাঠান ১০০ মেগাবাইট পর্যন্ত ফাইল

সাধারণ ইয়াহু! মেইলে ১০ মেগাবাইট পর্যন্ত ফাইল এ্যাটাচ করে সেন্ড করা যায়। কিন্তু এর থেকে বেশী সাইজের ফাইল সেন্ড করতে হলে বিপাকে পড়তে হয়। সম্প্রতি ইয়াহু! মেইলের সাথে www.drop.io যুক্ত হবার ফলে drop.io এর সেবা ইয়াহু! মেইল থেকেই পাওয়া যাবে। স্বাভাবিকভাবে www.drop.io থেকেও ১০০ মেগাবাইট পর্যন্ত ফাইল এ্যটাচ এবং শেয়ার করা যায় আর এখন থেকে ইয়াহুর মাধ্যমে এ্যাটাচ করে সেন্ড করা যাবে। তবে এজন্য ড্রপ এর এ্যাপলিকেশন ইয়াহুতে ইনস্টল করতে হবে। আর এতে ইয়াহুর নতুন সংস্করণ ব্যবহার করতে হবে। নতুন সংস্করণ পেতে ইয়াহু! মেইলে লগইন করে http://mrd.mail.yahoo.com/landing সাইটে যান তাহলে নতুন সংস্করণে ইয়াহু লোড হবে।
এবার http://overview.mail.yahoo.com/applications পেজে গিয়ে Get Started বাটনে ক্লিক করলে বাম পাশের প্যানেলে Applications আসবে। এখানে Add এ ক্লিক করে Application Gallery থেকে drop.io Attach Large Files এর Add বাটনে ক্লিক করে (I Agree) যুক্ত করুন। এখন কোন বড় ফাইল সেন্ড করতে চাইলে বাম পাশের এ্যাপলিকেশন থেকে .io Attach Large Files এ ক্লিক করে Get Started Now বাটনে ক্লিক করে (প্রথমবার) এ্যটাচ করুন এবং সেন্ড করুন ১০০ মেগাবাইট পর্যন্ত ফাইল। সেন্ড করা ফাইলটি ৩০ দিন পর্যন্ত drop.io সার্ভারে সংরক্ষিত থাকবে।

Exit mobile version