সহজেই লেখার ডিজাইন করা

ফটোশপে সহজেই লেখার ডিজাইন করা যায়। কিন্তু যারা ফটোশপ ভালভাবে পাবেন না তারা চাইলে অনলাইনেই যেকোন লেখাকে ৫০টিরও বেশী নির্ধারিত ডিজাইনে পেতে পারেন। এজন্য www.glowtxt.com সাইটে গিয়ে বাম পাশে থেকে পছন্দের ডিজাইন এবং আনুসঙ্গিক বিষয় নির্বাচন করে ডানে টেক্সট বক্সে লিখে Make text বাটনে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে লেখার ডিজাইন তৈরী হবে। এটি ডাউনলোড বা লিংক হিসাবেও ব্যবহার করা যাবে। আর ডিজাইন পরিবর্তন করতে চাইলে নিচের নমূনা থেকে পছন্দেরটি নির্বাচন করলেই হবে।

৫ Comments on "সহজেই লেখার ডিজাইন করা"

  1. ভাইয়া অনলাইনে ডিজাইন করতে পথ দেখিয়েছেন কিন্তু আমি নিজে কিভাবে ডিজাইন করব সেইট‍া যদি একটু বলতেন….দয়া হয়.

Leave a Reply to Junaidabedin NazmulCancel reply

×
কপিরাইট © ২০০৬-২০২৩ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস