Site icon সমকাল দর্পণ

নিজেই রাইট হবে ISO ফাইল

আইএসও বা ইমেজ ফাইল নিয়ে অনেকেই বিপাকে পড়েন, এটা কিভাবে সিডিতে রাইট করবেন এটাই অনেকে জানেন না। সাধারণ সিডি বার্নার সফটওয়্যার দিয়ে সহজেই .ISO ফরম্যাটের ফাইলটি খুলে রাইট করা যায়। কিন্তু যদি সিডি বার্নার সফটওয়্যার না থাকে বা রাইট করার পদ্ধতি না জানা থাকে তাহলে বেশ বিপাকে পড়তে হয়। এসমস্যার সমাধান দেবে সিডি সেল্ফ বার্নার সফটওয়্যার। এই সফটওয়্যার দ্বারা ISO বা CUE ফরম্যাটের ফাইলকে .exe বা এ্যাপলিকেশন ফাইলে রূপান্তর করা যায় ফলে নিজেই অন্য কোন বার্নারের সাহায্য ছাড়াই সিডিতে রাইট করা যায়। মাত্র ২.২৩ মেগাবাইটের ফ্রি, পোর্টেবল এই সফটওয়্যাটি http://damian666.boot-land.net/downloads.html থেকে ডাউনলোড করে নিতে পারেন।

Exit mobile version