Site icon সমকাল দর্পণ

অবশেষে চুক্তিবন্ধ হলো ইয়াহু এবং মাইক্রোসফট

অনেক জল্পনা কল্পনা শেষে গত ২৯ জুলাই মাইক্রোসফট এবং ইয়াহু এর মধ্যে সার্চ ইঞ্জিন একত্রিভুত করার চুক্তি সাক্ষরিত হলো। বর্তমানে সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলকে চলেঞ্জ জানাতেই তাদের এই উদ্দ্যোগ। ১০ বছরের জন্য সাক্ষরিত চুক্তিতে মাইক্রোসফট এবং ইয়াহুর সার্চ ইঞ্জিন সমন্বিতভাব কাজ করবে। চুক্তি সাক্ষরিত হবার পরে মাইক্রোসফটের প্রধান নির্বাহী স্টিভ বলমার বলেন, এতে সার্চ টেকনোলজিতে মাইক্রোসফটের জন্য নতুন দার উম্মোচিত হলো। একত্রিত হওয়া সার্চ ইঞ্জিনের বিজ্ঞাপনগুলোর মধ্যে ইয়াহুর বিজ্ঞাপনের প্রাধান্য থাকবে। তবে বিজ্ঞাপন থেকে অজির্ত অর্থের অংশ পাবে মাইক্রোসফটও।

Exit mobile version