পিডিএফ ফরম্যাটের ফাইল এখন বেশ জনপ্রিয়। এখন বিভিন্ন সফটওয়্যার দ্বারা সহজেই সব ধরনের ডকুমেন্ট থেকে পিডিএফ ফাইল তৈরী করা যায়। ধরুন আপনি পিডিএফ ফরম্যাটের একটি ফাইল কাউকে শেয়ার দিবেন কিন্তু আপনি চাচ্ছেন এটি যেন সে প্রিন্ট করতে না পারে এমনকি সম্পাদনা করতেও না পরে। এটাও কি সম্ভব? হ্যা, পিডিএফ টুলস সফটওয়্যার দ্বারা আপনি পিডিএফ ফাইলকে এনক্রিপ্ট করে প্রিন্ট, সম্পাদনাসহ বিভিন্ন সুবিধা বন্ধ করে দিতে পারেন। এছাড়াও একাধিক পিডিএফ একত্রিত করা বা একটি ডকুমেন্টকে ভাগ করা, ডকুমেন্টের ভিতরে জলছাপ দেওয়া, পৃষ্ঠাগুলো পূণবিন্যাস করা বা XML ফরম্যাটের ডকুমেন্টকে পিডিএফ করা সবই হবে এই সফটওয়্যার দ্বারা। মাত্র ২.৭৬ মেগাবাইটের এই ফ্রিওয়্যার সফটওয়্যাটি www.sheelapps.com থেকে ডাউনলোড করা যাবে।
হে হে হে
আমার কাছে এমন একটা সফটওয়ার আছে যেটা দিয়ে সব ধরনের পিডিএফ সিকিউরিটি ব্রেক করা যায়।
আপনাকে সালাম. ভালৈা কিছু করার জন্য ধন্যাবাদ.