নতুন ফায়ারফক্সে পুরানো এ্যাড-অন্স ব্যবহার

যারা মজিলা ফায়ারফক্স ৩.৫ ইনস্টল করেছেন তারা পুরাতন এ্যাড-অন্স নিয়ে বেশ বিপদে আছেন। ফায়ারফক্স ৩.৫ সংস্করণে পুরাতন কিছু এ্যাড-অন্স সমর্থন করে না। এর মধ্যে গুগল গিয়ার, গুগল টুলবারও রয়েছে যদিও পরবর্তিতে গুগল তাদের এ্যাড-অন্সগুলো হালনাগাদ করেছে। তবে যেসকল এ্যাড-অন্সগুলো হালনাগাদ করা হয় নাই সেগুলো স্বাভাবিকভাবে ব্যবহার করা যায় না। কিন্তু ফায়ারফক্সের এক্সটেনশন চেকিং বন্ধ করে রাখলে পুরাতন এ্যড-অন্স ব্যবহার করা যাবে। এজন্য নতুন ট্যাবে গিয়ে about:config লিখে এন্টার করে এবং I’ll carefull, I promise! বাটনে ক্লিক করুন। এবার যে কোন যায়গায় মাউসের ডান বাটন ক্লিক করে পপআপ মেনু থেকে New এ ক্লিক করে Boolean এ ক্লিক করুন। এবার New boolean value তে extensions.checkCompatibility লিখে এন্টার করুন এবং false নির্বাচন করে ওকে করুন। এবার কাঙ্খিত এ্যাড-অন্সটি ইনস্টল করে ফায়ারফক্স রিস্টার্ট করুন। যদি এ্যাড-অন্সের সাইটে থেকে সরাসরি এ্যাড-অন্সটি ইনস্টল করা না যায় তাহলে অন্য ব্রাউজার দ্বারা এ্যাড-অন্সটি ডাউনলোড করে ইনস্টল করুন।
এপদ্ধতিতে যারা পরশমনি এ্যাড-অন্সটি ইনস্টল করেছেন তারা অনান্য পত্রিকা ফায়ারফক্সে পড়তে পারলেও প্রথমআলো পড়তে পারছেন না। কারণ সমপ্রতি প্রথমআলোর মূল ডোমেইন .com এর পরিবর্তে .net ব্যবহৃত হওয়ায় পরশমনি এ্যাড-অন্সটি পুরাতন বা নতুন ফায়ারফক্সে কাজ করে না। তবে পরশমনি এ্যাড-অন্সটি হালনাগাত না হওয়া পর্যন্ত http://www.shamokaldarpon.com/download/ থেকে পরশমনির হ্যাক করা এ্যড-অন্সটি ইনস্টল করে প্রথমআলোসহ অনান্য পত্রিকাও পড়তে পারবেন।

৩ Comments on "নতুন ফায়ারফক্সে পুরানো এ্যাড-অন্স ব্যবহার"

  1. অন্য ব্রাউজার (এক্সপ্লোরার) দ্বারা এ্যাড-অন্সটি ডাউনলোড করুন। এবার File মেনু থেকে Open FIle এ গিয়ে ডাউনলোড করা এ্যড-অন্সটি চালু করে ইনস্টল করুন।

Leave a Reply to masudCancel reply

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস