Site icon সমকাল দর্পণ

ফায়ারফক্স থেকে সফটওয়্যার চালু করা

দ্রুত কোন সফটওয়্যার বা এ্যাপলিকেশন চালু করার জন্য আমরা তার শটকাট ডেক্সটপে বা টাক্সবারে রাখি। কিন্তু ফায়ারফক্স থেকেই যদি পছন্দের এ্যাপলিকেশন চালু করা যায় তাহলে কেমন হয়! এজন্য External Application Buttons mod for Firefox নামের একটি এ্যাড-অন্স ইনস্টল করতে হবে। https://addons.mozilla.org/en-US/firefox/addon/12892 থেকে এ্যড-অন্সটি ইনস্টল করে ফায়ারফক্স রিস্টার্ট করুন। এবার View>Toolbars>Customize এ ক্লিক করুন অথবা টুলবারের উপরে মাউসের ডান বাটন ক্লিক করে Customize এ ক্লিক করুন তাহলে Customize Toolbar উইন্ডো আসবে। এবার এখান থেকে Applications ড্রাগ করে এনে Navigation টুলবারের ইচ্ছামত যায়গায় রাখুন এবং Customize Toolbar উইন্ডো বন্ধ করুন। এবার যেখানে Applicationটি রেখেছেন সেখানে মাউসে ডান বাটন ক্লিক করে কনটেক্স মেনু থেকে add a button এ ক্লিক করুন এবং পছন্দের এ্যাপলিকেশনটি নির্বাচন করে খুলুন। তাহলে Navigation টুলবারের উক্ত যায়গায় সদ্য যোগ করা এ্যাপলিকেশনের আইকন চলে আসবে। এই আইকনে ক্লিক করলে উক্ত এ্যাপলিকেশনটি চালু হবে। ড্রাগ করে এনেও আইকন যুক্ত করা যাবে। এভাবে আরো এ্যাপলিকেশনের আইকন যোগ করতে পারবেন।

Exit mobile version