Site icon সমকাল দর্পণ

উবুন্টুতে পিডিএফ এডিট করা

উবুন্টুতে পিডিএফ ফাইল সহজেই তৈরী করা যায় ওপেন অফিস দ্বারা। আর পিডিএফ ফাইলকে সম্পাদনা করতে পিডিএফ এডিট সফটওয়্যার ইনস্টল করলেই হবে। এজন্য টার্মিনালে গিয়ে sudo apt-get install pdfedit লিখে এন্টার করুন (ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে এবং ইন্টারনটে সংযোগ থাকতে হবে) তাহলে ইনস্টল হবে। এরপরে Applications > Graphics এ গিয়ে PDF Editor চালু করুন। ব্যাস এখান থেকে পিডিএফ ফাইল সম্পদনা করতে পারবেন।

Exit mobile version