Site icon সমকাল দর্পণ

ইন্টারনেট এক্সপ্লোরার নিস্ক্রিয় রাখা

বিভিন্ন কারণে ইন্টারনেট এক্সপ্লোরার বা অনান্য ব্রাউজার দ্বারা ব্রাউজ করা নিস্ক্রিয় রাখার প্রয়োজন হতে পারে। ইন্টারনেট এক্সপ্লোরার নিস্ক্রিয় করতে Control Panel এ যান এবং Add or Remove Programs খুলুন। এবার বাম পাশের Set Program Access and Defaults এ ক্লিক করুন। এরপরে Custom এর ডানের ডাউন এ্যরো কী তে ক্লিক করে Internet Explorer এর ডানের Enable access to this program চেক বক্স আনচেক করুন এবং OK করে বের হয়ে আসুন। ব্যস এখন থেকে ইন্টারনেট এক্সপ্লোরার দ্বারা ব্রাউজ করা যাবে না। এভাবে অনান্য ব্রাউজার, মেইল ক্লাইন্ট, মিডিয়া প্লেয়ার, ম্যসেঞ্জার ইত্যাদি বন্ধ করে রাখা যাবে। আর সচল করতে একইভাবে Enable access to this program চেক বক্স চেক করে আসলেই হবে।

Exit mobile version