Site icon সমকাল দর্পণ

অনলাইনে টাইপিং শিখুন

কম্পিউটার ব্যবহার করেন অথচ যথা নিয়মে টাইপিং করতে পারেন না এমন ব্যবহারকারীর সংখ্যাই বেশী। বিভিন্ন কারণে প্রাতিষ্ঠানিকভাবে টাইপিং শেখা হয়ে ওঠে না। নিয়ময়ানুগভাবে টাইপিং করতে পারলে যেমন নির্ভূল হয় তেমনই গতিও বেশী হয়। টাইপিং শেখা বা অনুশীলন করা জন্য বেশ কিছু ভাল সফটওয়্যার আছে। তবে সফটওয়্যার ছাড়াও অনলাইনেই টাইপিং শিখতে বা অনুশীলন করতে পারবেন। এমনই একটি ওয়েব সাইট হচ্ছে www.typingweb.com। এই সাইটে আপনি আপনার টাইপ করার সাথে সাথে টাইপের গতি, শুদ্ধতা ইত্যাদি ফলাফল দেখতে পাবেন। বিভিন্ন কোর্সের মধ্যে শুরুর কোর্সগুলোতে টাইপিং করার সময় কীবোর্ড, হাত এবং আঙ্গুলের অবস্থান, কী ইত্যাদি দেখাবে। আর উক্ত সাইটে এসকল তথ্য সংরক্ষিত করে রাখতে চাইলে সাইটিতে রেজিস্ট্রেশন (বিনামূল্যে) করে লগইন করে অনুশীলন শুরু করুন। ফলে পরবর্তিতে আপনার টাইপিং এর সকল পরিসংখ্যান রিপোর্ট আকারে পাবেন।

Exit mobile version