উইন্ডোজ এক্সপির পরে উইন্ডোজ ভিসতা এবং সমপ্রতি উইন্ডোজ ৭ বাজারে এসেছে। কিন্তু উইন্ডোজ এক্সপি ব্যবহার তেমন একটা ভাটা পরেনি। তাই উইন্ডোজ ভিসতার বা উইন্ডোজ ৭ এর কিছু কিছু সুবিধা এক্সপির জন্য আসে। উইন্ডোজ ৭ এর মত টাক্সবার বানাতে পারবেন উইন্ডোজ এক্সপিতেও। এজন্য ViGlance সফটওয়্যারটি চালু করলেই চলবে। ১৯৭ (২৩৬) কিলোবাইটের ফ্রি, বহনযোগ্য এই সফটওয়্যারটি www.lee-soft.com থেকে ডাউনলোড করে চালু করুন। এবার দেখুন টাক্সবারের চেহারা। ভিগ্ল্যান্সে উইন্ডোজ ৭ এর ৪৮×৪৮ সাইজের আইকন, ডাইনামিক প্রসেস গ্রুপিং, ফিডিং স্টার্ট, গ্লাইড ইফেক্টস, রিসোর্স পিএনজি স্ক্রিন, ন্যাটিভ রাইট ক্লিক, ডাইনামিক টাক্সবার ট্র্যান্সফেন্সি, ৬৪ এবং ৮৬ এক্সপিতে ব্যবহারের সুবিধাগুলো রয়েছে। সফটওয়্যারটিকে স্থায়ীভাবে চালু করতে সফটওয়্যারটি কপি করে Start Menu\Programs\Startup এ পেস্ট (শটকাট) করুন তাহলে উইন্ডোজ চালু হবার সময় সফটওয়্যারটি চালু হবে।
কিন্তু এই সফটওয়্যারে কী কী ভাইরাস আছে সেটা আগে বলেন? এধরনের সফটওয়্যারে ভাইরাস থাকার সম্ভাবনা ৯৯%।
সফটওয়্যারটি ক্যাসপারস্কাই (লাইসেন্স) এবং এভাস্ট (ফ্রি) দ্বা স্ক্যান করে দেখেছি। নিরাপদই মনে হলো।
Please give a download link to install Bangla Font
https://www.shamokaldarpon.com/?page_id=1261
Vaiya plz give me a link for a software to customize Windows Xp and Vista.
And how I can hack windows Registry.
https://www.shamokaldarpon.com/?p=767 এটা দেখুন।
windows Registry পরিবর্তন করতে কোন সফটওয়্যার লাগে না।
Hi!My name is S.M.Akash.I am 19 yeans old and I am a student. My phone number is +8801911655140 +8801714442060My mail address is [email protected]
[email protected]
ধন্যবাদ রয়েল ভাই 🙂