ব্লগে মন্তব্যের সাথে নিজের ছবি যোগ করা

বর্তমানে ব্লগ খুবই জনপ্রিয়। ব্লগে কেউ মন্তব্য করলে তার ছবি যুক্ত হয়ে যায় সয়ংক্রিয়ভাবে। কিন্তু কিভাবে? যাদের www.gravatar.com সাইটে একাউন্ট আছে এবং উক্ত একাউন্টে ছবি যুক্ত করা আছে তারা গ্রাভতার সক্রিয় আছে এমন ব্লগসাইটে মন্তব্য করলে মন্তব্যের সাথে তার (মন্তব্যকারীর) ছবি যুক্ত হবে। গ্রাভতারে যে ইমেইল ঠিকানা দ্বারা রেজিস্ট্রেশন করেছেন ব্লগে মন্তব্য করতে হলে সেই ইমেইল ঠিকানা ব্যবহার করতে হবে। যদি পূর্বে কোন ব্লগে উক্ত ইমেইল ঠিকানা দ্বারা মন্তব্য করা থাকে তাহলে গ্রাভতারে একাউন্ট খুললে পূর্বের পোস্ট করা মন্তব্যের সাথে সয়ংক্রিয়ভাবে ছবি যুক্ত হয়ে যাবে। ব্যবহারকারী চাইলে পরবর্তিতে গ্রাভতারে ছবি পরিবর্তন করতে পারবেন। বিনামূল্যে যে কেউ গ্রাভতারে একাউন্ট খুলতে পারবে।

৫২ Comments on "ব্লগে মন্তব্যের সাথে নিজের ছবি যোগ করা"

  1. মেহেদী ভাই, আমি Gravatar সাইটে একাউন্ট খুলেছি। কিন্তু মন্তব্যের সাথে ছনব যোগ হয়না। আর একটি বিস্তারিত ভাবে বলবেন কি?

  2. মেহেদী ভাই
    আমি গ্রাভতারে একটি একাউন্ট করেছি কিন্তু ওপেন করতে পারছি না।এখন কি করবো ।
    আমাকে দয়াকরে জানান।
    ইতি আপনার ছোট ভাই
    সাইদুর রহমান মুন্না
    নিকেতন, গুলশান

  3. মেহেদী ভাই, আমি Gravatar সাইটে একাউন্ট খুলেছি। কিন্তু মন্তব্যের সাথে ছ িব যোগ হয়না। আর একটি বিস্তারিত ভাবে বলবেন কি?

Leave a Reply to swapnaCancel reply

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস