ব্লগে মন্তব্যের সাথে নিজের ছবি যোগ করা
বর্তমানে ব্লগ খুবই জনপ্রিয়। ব্লগে কেউ মন্তব্য করলে তার ছবি যুক্ত হয়ে যায় সয়ংক্রিয়ভাবে। কিন্তু কিভাবে? যাদের www.gravatar.com সাইটে একাউন্ট আছে এবং উক্ত একাউন্টে ছবি যুক্ত করা আছে তারা গ্রাভতার সক্রিয় আছে এমন ব্লগসাইটে মন্তব্য করলে মন্তব্যের সাথে তার (মন্তব্যকারীর) ছবি যুক্ত হবে। গ্রাভতারে যে ইমেইল ঠিকানা দ্বারা রেজিস্ট্রেশন করেছেন ব্লগে মন্তব্য করতে হলে সেই ইমেইল ঠিকানা ব্যবহার করতে হবে। যদি পূর্বে কোন ব্লগে উক্ত ইমেইল ঠিকানা দ্বারা মন্তব্য করা থাকে তাহলে গ্রাভতারে একাউন্ট খুললে পূর্বের পোস্ট করা মন্তব্যের সাথে সয়ংক্রিয়ভাবে ছবি যুক্ত হয়ে যাবে। ব্যবহারকারী চাইলে পরবর্তিতে গ্রাভতারে ছবি পরিবর্তন করতে পারবেন। বিনামূল্যে যে কেউ গ্রাভতারে একাউন্ট খুলতে পারবে।
মেহেদী ভাই, আমি Gravatar সাইটে একাউন্ট খুলেছি। কিন্তু মন্তব্যের সাথে ছনব যোগ হয়না। আর একটি বিস্তারিত ভাবে বলবেন কি?
login করে my account এ গিয়ে add an image খুলন তারপর step follow করুন
মেহেদী ছবি যুক্ত হয়েছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ভাল পোস্ট
মেহেদী ভাই
আমি গ্রাভতারে একটি একাউন্ট করেছি কিন্তু ওপেন করতে পারছি না।এখন কি করবো ।
আমাকে দয়াকরে জানান।
ইতি আপনার ছোট ভাই
সাইদুর রহমান মুন্না
নিকেতন, গুলশান
আপনি গ্রাভতারে একাউন্ট খোলার পরে সেখানে ছবি যোগ করুন।
মেহেদী ভাই, আমি Gravatar সাইটে একাউন্ট খুলেছি। কিন্তু মন্তব্যের সাথে ছ িব যোগ হয়না। আর একটি বিস্তারিত ভাবে বলবেন কি?
একাউন্ট খুলেছেন ঠিক আছে। ছবি কি যুক্ত করেছেন? ছবি যুক্ত করে দেখুন মন্তব্যে ছবি আসে কি না!
মেহেদি ভাই, আমি internet explorer open করে video দেখতে চাইলে The requested URL is not supported লিখা আসে । সমাধান চাই
ভালো ছবি তুলতে হলে আমার কাছে আসুন।
০১৯১১৪৪৩৯১৬
বন্ধু গন ভাল আছেন তো
আমরা ভাল আপনি
ভাই আমার ছবি যোগ হয় নাই, এখন যদি আমি ছবি যোগ করতে ছাই তাহলে আমাকে কি করতে হবে?
কি সমস্যা সেটা বলুন।
আর চেষ্টা করে দেখুন কাজ হবে ইনশাল্লাহ।
জটিল…………
Ami account kolta partasena Amaka sahojjo korven ke
সমস্যাটা কি সেটা বলুন।
াব্্
Thanks google for help.
একটু কঠিন।
আমার কাছে মন্তব্যে ছবি অ্যাড করার সিস্টেমটি খুব জটিল হনে হচ্ছে
কই ছবি দেখতে পাচ্ছি না।
ছবি কেন আসে না, কিছু ভাল লাগে না, কেমনে আসে আমায় একটু বলে দেন না ।
ঠিকমত রেজিস্টেশন এবং ছবি যোগ করেছেন তো?
একটু আগে রেজিষ্টিশন করেছি।দেখি ট্রাই করে কাজ করে কিনা?
কাজ করছে।ধন্যবাদ
chack
মেহেদী ভাই ছবি তো যোগ হয় না।
মেহেদী ভাই ছবি তো যোগ হয় না। দেখেন
মেহেদী ছবি এসেছে। আপনাকে অনেক ধন্যবাদ