Site icon সমকাল দর্পণ

জিমেইলে মেইলের মাঝে ছবি নেওয়া

জিমেইলে ছবি পাঠাতে হলে সাধারণত তা এ্যটাচ করে পাঠাতে হয়। কিন্তু জিমেইল ল্যাবের Inserting Images এর সক্রিয় করা থাকলে এ্যটাচ করার পাশাপাশি আপনি ইমেইলের ম্যাসেজের ভিতরে ছবি স্থাপন করে মেইল করতে পারবেন। এজন্য জিমইেলে লগইন করে Settings > Gmail Labs গিয়ে Inserting Images ইনেবল করে সেভ করুন। এবার কম্পোজ বক্সের উপরে দেখবেন নতুন Insert Image আইকন এসেছে। এই আইকনে ক্লিক করে আপনি কম্পিউটার থেকে বা ছবির ওয়েব লিংক ব্যবহার করে লেখার মাছে ছবিটি স্থাপন করে মেইল করতে পারবেন।

Exit mobile version