Site icon সমকাল দর্পণ

ফায়ারফক্সে ওয়াপ সাইট দেখা

ওয়্যারলেস এ্যাপলিকেশন প্রটোকল বা ওয়াপ মূলত ওয়্যারলেস (মোবাইল) জাতীয় ডিভাইসগুলোর উপযোগী করে তৈরী করা হয়। ওয়াপ সাইটগুলো ওয়্যারলেস মার্কআপ ল্যাঙ্গুয়েজ (wml) দ্বারা তৈরী করা হয় ফলে ওয়েব ব্রাউজারে এই সাইটগুলো দেখা যায় না। ওয়াপ সাইটে প্রবেশ করতে গেলে পেজটি লোড না হয়ে সেভ অপশন আসে। তবে মজিলা ফায়াফক্সে wmlbrowser এ্যড-অন্সটি ইনস্টল করলে ওয়েব সাইটের মতই ওয়াপ সাইট দেখা যাবে। ফায়ারফক্সের ১.৫ সংস্করণ বা এর পরের সকল সংস্করণে উইন্ডোজ এবং লিনাক্সে এই এ্যাড-অন্সটি সমর্থন করবে। এজন্য https://addons.mozilla.org/en-US/firefox/addon/62 থেকে মাত্র ৮৮ কিলোবাইটের এ্যাড-অন্সটি ইনস্টল করুন। এ্যাড-অন্সটির নিজস্ব সাইট http://wmlbrowser.mozdev.org থেকেও আপডেট এবং বিভিন্ন তথ্য পাওয়া যাবে।

Exit mobile version