Site icon সমকাল দর্পণ

নেটওয়ার্ক শেয়ার থেকে প্রিন্টার ও সিডিউল টাস্ক লুকানো

কম্পিউটার শেয়ার দেয়া থাকলে যখন অনান্য কম্পিউটার থেকে তা ব্রাউজ করা হয় তখন প্রিন্টার ও সিডিউল টাস্ক দেখা যায়। আপনি চাইলে প্রিন্টার ও সিডিউল টাস্ক লুকাতে পারেন। এজন্য রেজিষ্ট্রি এডিটর খুলুন (Run -এ গিয়ে regedit লিখে Ok করুন)। এবার HKEY_LOCAL_MACHINE \ SOFTWARE \ Microsoft \ Windows \ CurrentVersion \ Explorer \RemoteComputer \ NameSpace যান এবং NameSpace সিলেক্ট করে Registry মেনু থেকে Export Backup File… সিলেক্ট করে রেজিস্ট্রি ব্যাকআপ করে রাখুন। এবার NameSpace এর ভিতরের (সিডিউল টাস্কের জন্য) {D6277990-4C6A-11CF-8D87-00AA0060F5BF} এবং (প্রিন্টারের জন্য) {2227A280-3AEA-1069-A2DE-08002B30309D} ডিলিট করুন। এবার রেজিষ্ট্রি এডিটর বন্ধ করুন। এরপর থেকে নেটওয়ার্ক শেয়ারে আপনার কম্পিউটারের প্রিন্টার ও সিডিউল টাস্ক দেখা যাবে না। আবার যদি পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে চান তাহলে NameSpace সিলেক্ট করে Import Backup File… সিলেক্ট পূর্বের সেভ করা ব্যাকআপ ফাইল সিলেক্ট করে Open করুন।

Exit mobile version