বিনামূল্যের সফটওয়্যার আমরা প্রায় সবসময় ব্যবহার করে থাকি। এর মধ্যে ট্রায়াল সংস্করণের সফটওয়্যার অন্যতম। কিন্তু ট্রায়াল সফটওয়্যার নির্দিষ্ট দিনের পরে আর চলে না আবার নতুন করে ইনষ্টল করলেও বেশীরভাগ কাজে আসে না। কিন্তু আপনি চাইলে রানঅ্যাজডেট সফটওয়্যার দ্বারা অনায়াসে পূর্বের যেকোন তারিখে যেকোন সফটওয়্যার চালু করতে পারেন। ১৯ কিলোবাইটের বহনযোগ্য ফ্রি এই সফটওয়্যারটি www.nirsoft.net থেকে ডাউনলোড আনজিপ করুন। এবার সফটওয়্যারটি চালু করে Browse… বাটনে ক্লিক করে যে মেয়াদ উত্তীর্ণ ট্রায়াল সফটওয়্যারটি খুলুন। এবার পূর্বের যে তারিখে সফটওয়্যারটি চালু করতে চান Date / Time: এ নির্বাচন করুন। এবার Run বাটনে ক্লিক করলে ট্রায়াল সংস্করণের সফটওয়্যারটি উক্ত তারিখ হিসাবে চালু হবে। তবে সফটওয়্যাটি ইনষ্টল করার পূর্বের তারিখ নির্বাচন করে চালু করলে সফটওয়্যাটি চালু নাও হতে পারে। এভাবে আপনি মেয়াদ উত্তীর্ণ ট্রায়াল সফটওয়্যার চালু করতে পারেন।
software er name & link ta delay valo hoto.
j address ta desan sakhanay onek software daoa asay,tai konta kaj a dabay bujtay parsi na.
মেহেদী ভাই সফটওয়্যার কোম্পানী তো ভাতে মরবো। কি দিলেন হা হা হা হা
http://techtunes.com.bd/download/tune-id/3286/
ট্রাইল ভার্সন সফটওয়্যার কে চালান দিনের পর দিন
টিউন করেছেন: মন্ময় | তারিখ: ৩০ জানুয়ারি, ২০০৯ (11 মিনিট আগে) | 5 বার পড়া হয়েছে
আমরা যারা কম্পিউটার ব্যাবহার করি তারা বিভিন্ন কাজে বিভিন্ন সময় নানা ধরনের সফটওয়্যার ইনস্টল করে থাকি। এই সফটওয়্যার গুলোর অনেক গুলোই থাকে ট্রাইল ভার্সন যা একটা নিদৃষ্ট সময় পর আর কাজ করে না। এই সমস্যা সমাধান করতে পারে runasdate নামের এই ছোট্ট Freeware. মাত্র ২১.১০ কেবি এই Freeware টি ট্রাইল ভার্সন সফটওয়্যারের date পাল্টিয়ে দিয়ে আবার চালাতে সক্ষম করে তোলে।
http://techtunes.com.bd/download/tune-id/3286/
টি দেখুন দযা করে …………………….
http://techtunes.com.bd/download/tune-id/3286/ টি দেখুন চিনতে পারেন কিনা ?
Vai ai gula ki prothom-alo thakay cut past korasen?
আরেকটি আছে মেহেদী ভাই Date Cracker 2000
আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে যতদূর জানি এগুলি কাজ করে তবে এগুলির মধ্যে কোনটিই সমস্ত ট্রায়াল এপ্লিকেশনের ক্ষেত্রে সক্ষম নয়।বিশেষ করে মর্ডান এপ্লিকেশনগুলির ক্ষেত্রে এগুলি একটু কমজোর।
এবিষয়ে আমার একটি পোস্ট http://amitsantra.wordpress.com/2009/02/26/run-trial-application/ এখানে আছে।
ya name and link ta dile aro valo hoto
দারুন
মেহেদী সাহেব, আদ্ভুত এ সফট ওয়ারটি । আপনার কাছে চির কৃতজ্ঞ।
dear,mahedi bai take salam,and greet to all of user this darpon,its beyond question,that shamokal darpon very helpful 4 us,my requist to all if any body knows,pls inform me,how can i open any block website,because im living uae,sharjah,there is maximum site they block,pls give me this softwer link,
i want good free sms site,no hidden condition,100% free,thanks to all.
প্রক্সি সাইটের মাধ্যমে ঢুকতে পারেন।
http://freeproxyserve.blogspot.com/
mahedi bai thanks 4 ur reply,
i try this site but this site also block here,so how can i open ?
pls tell me a proper solution
thanks
yes very good software. i think u take from prothom alo or how?
লেখাটি প্রথম আলোতে আমি লিখেছিলাম।
ছবি যোগ করলাম দেখি তো ছঠকিঠাক হয়েছে কি না!!!!
ভালো কিন্তু আমার কাছে তো একটা ছোট খাটো সফটয়্যার আছে, যেটা রান করলে সব ব্লক সাইট দেখা যায়।