অনলাইনে নির্বাচনী হালচাল

নির্বাচনী হাওয়া লেগেছে সব যায়গাতে। বাকী নেই অনলাইনেও। বিভিন্ন ওয়েব সাইট নির্বাচনী তথ্যসহ আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণিত হয়েছে। তবে নির্বাচন কমিশনের ওয়েব সাইটটি প্রায় সকল তথ্যে ভরপুর। www.ecs.gov.bd সাইট থেকে নির্বাচনের চূড়ান্ত প্রাথীদের তালিকাসহ বিভিন্ন তথ্য। এছাড়াও রাজননৈতিক দলগুলো ইশতেহার। ইংরেজী এবং বাংলাতে এই সাইটি দেখা যাবে। এই সাইটের আরেকটি মূল আকর্শণ হচ্ছে ভোটার তালিকা। এখানে (সরাসরি পাবেন www.becvoterlist.com বা http://123.49.39.5/voterlist) আপনি সারাদেশের ভোটার তালিকা পাবেন। এছাড়াও নির্বাচনী বিভিন্ন সংবাদ, আলোচনা তথ্য ইত্যাদি পাবেন নিন্মাক্ত সাইটগুলো থেকে। www.electionbd.com, www.somewhereinblog.net/group/election, www.bgdportal.com/election2008.php, www.shujan.org, http://amarblog.com/election, http://204.200.210.114/index.php, www.votebd.org, www.electionguide.org, নির্বাচনউত্তর জয়ী-বিজয়ী প্রার্থী, ভোট সংখ্যা ইত্যাদিও পাওয়া যাবে এসব সাইট থেকে।

৩ Comments on "অনলাইনে নির্বাচনী হালচাল"

Leave a Reply to ImranCancel reply

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস