ইনক্রিপশনের মাধ্যমে ফোল্ডারে নিরাপত্তা দিন

ফোল্ডার পাসওয়ার্ড দেবার জন্য আমরা কতই না সফটওয়্যার ব্যবহার করি। কিন্তু এক এক সফটওয়্যারের এক এক সীমাবদ্ধতা আছে। কিন্তু ওয়ান সেকেন্ড ফোল্ডার ইনক্রিপশন সফটওয়্যার দ্বারা সহজেই যেকোন ফোল্ডারকে পাসওয়ার্ড প্রোটেক্টেড করা যায়। ফলে উক্ত ফোল্ডারটি মুছে ফেলা, কপি করা, মুভ করা বা খোলা যাবে না। এই সফটওয়্যারটি উইন্ডোজ ’৯৮ এ সমর্থন না করলেও ৯৮ পরবর্তী সকল সংস্করণে সমর্থন করে। মাত্র ৩৬১ কিলোবাইটের ফ্রিওয়্যার এই সফটওয়্যারটি www.dvdcopyrip.com/1-second-folder-encrypt.html থেকে ডাউনলোড করে ইনষ্টল করে নিন। সফটওয়্যারটি ইনষ্টল করার পরে পাসওয়ার্ড সেট করুন। এখন ফোল্ডার লক করতে সফটওয়্যারটি চালু করুন এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। এবার Encrypt অপশন নির্বাচিত রেখে browse… বাটনে ক্লিক করে যে ফোল্ডার ইনক্রিপ্ট করতে চান সেই ফোল্ডারটি নির্বাচন করুন এবং Start বাটনে ক্লিক করুন তাহলে উক্ত ফোল্ডারটি ইনক্রিপ্ট হবে। এবার দেখুন ফোল্ডারটি কতটা নিরাপদ হয়েছে। একইভাবে আপনি Decrypt নির্বাচিত রেখে browse… বাটনে ক্লিক করে যে ফোল্ডারটি ডিক্রিপ্ট করতে চাচ্ছেন সেটি নির্বাচন করুন এবং Start বাটনে ক্লিক করলে ফোল্ডারটি ডিক্রিপ্ট হবে।

৪ Comments on "ইনক্রিপশনের মাধ্যমে ফোল্ডারে নিরাপত্তা দিন"

  1. মেহেদী ভাই, আপনার সাইটটি কি জুমলা দিয়ে করা? খুব সুন্দর হয়েছে। যদি জুমলা দিয়ে করা হয়ে থাকে, তাহলে প্লিজ আমাকে বলবেন আপনি মেনুটি কোথায় পেয়েছেন? আমার দরকার। আমাকে জুমলার মেনু দিতে পারেন একটা?

  2. আমাকে বাচাও মেহেদি আকরাম ভাই।
    আমি আপনার ফোল্ডার ইনস্ক্রিপশন এর
    টিউটোরিয়াল দেখে আমার প্রিয় ফোলডারে
    লক দিয়েছিলাম। এখন পাসওয়ার্ড ভুলে গেছি
    দয়া করে পাসওয়ার্ড খোলার উপায় বলেন।
    তা না হলে মরে যাব। একটু দ্রুত চেষ্টা করবেন ভাইয়া।

Leave a Reply to এলিনCancel reply

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস